দীর্ঘ ৪৬ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নতুন উপাচার্য পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা কার্যকর হবে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং অন্যান্য সুবিধাও ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
ড. নকীব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। তার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইন সম্পর্কিত গবেষণায়ও তার অবদান রয়েছে।
মতামত