রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোঃ যহুর আলী, যিনি এর আগে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নতুন পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের পদত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেশ কিছুদিন অধ্যক্ষের পদটি শূন্য ছিল।
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. মোঃ আনারুল হক প্রংকে নিয়োগ দিলেও, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও আন্দোলনের মুখে তিনি মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পদত্যাগে বাধ্য হন।
মতামত