সাভারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় দুর্গোৎসব চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি সাহাদাত হোসেন, সাভার পৌর শাখার আমির আব্দুল আজিজ, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ দাস ঘোষ। এছাড়াও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, দুর্গাপূজা চলাকালে মাদক, ইভটিজিং এবং দ্রুতগতির মোটরসাইকেল রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জরুরি নম্বর দৃশ্যমান রাখা, এবং উচ্চশব্দে সাউন্ড বক্স না বাজানোর নির্দেশনাসহ সরকারি সব নিয়ম মেনে দুর্গোৎসব পালনের আহ্বান জানান।
এ সময় সাভার মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা, গণমাধ্যম কর্মী, এবং সাভার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত