নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোমবার নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে গোলাবারুদগুলো হস্তান্তর করা হয়।
নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (২৮ ই বেঙ্গল) লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব উদ্ধার হওয়া গোলাবারুদ নরসিংদী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ছামিউল হকের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী সদরের ঘোড়াদিয়া ও চিনিশপুর গ্রামের পরিত্যক্ত ডোবা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইষ্ট বেংগলের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
প্রায় ত্রিশ-চল্লিশ মিনিটের অভিযানের পর ডোবার পানির নিচে লুকিয়ে রাখা ৫৮২ রাউন্ড ৭.৬২ মিমি গোলাবারুদ ও একটি ভাঙা এ্যামুনেশন বক্স উদ্ধার করা হয়, যা নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত বলে ধারণা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন লে. কর্নেল হুমায়ুন ও ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ।
মতামত