সারাদেশ

হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:০৫

দিনাজপুরের হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দীর্ঘদিনের দাবি আজ আবারও সামনে এনেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশনে রেল চলাচল বন্ধ রেখে এই দাবি জানান তারা।
ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনে একসময় সকল ধরনের ট্রেন চলাচল করলেও, পরবর্তীতে সীমান্ত নিরাপত্তার কারণ দেখিয়ে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। আজকের অবরোধের সময় অবরোধকারীরা জানান, তারা বারবার এই দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে রেলপথ অবরোধ করেছেন। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে আজ তারা অবরোধ তুলে নিয়েছেন। কর্তৃপক্ষ ২০ দিনের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। শান্তাহার জংশন থেকে হিলিতে আসা টিআইসি হাবিবুর রহমান বলেন, “স্থানীয়দের এই দাবি যুক্তিযুক্ত। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আগামী ২০ দিনের মধ্যে এই সমস্যার সমাধানের চেষ্টা করব।” স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ার করে দিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।