সারাদেশ

মিথ্যা ষড়য্ন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মিথ্যা ষড়য্ন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, রাত ১০:৩০

টাঙ্গাইলের সখীপুরে আমিনুল সিকদার কে পূর্বপরিকল্পিত ভাবে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ভুল তথ্য প্রদান করে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় আমিনুলের নিজ এলাকায় কাকড়াজান ইউনিয়নের আদানী ভূইয়াদ, কুটুমশাহ মাজারপাড় এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে এলাকার নারী পুরুষ সর্ব শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে আগত হেলাল মিয়া বলেন, আমিনুল শিকদার একজন সমাজ সেবক, তিনি এই মাদকের সাথে কোন ভাবেই জড়িত নয়, আমরা জানি আমিনুল শিকদার একজন ভাল মানুষ, সে ষড়যন্ত্রের শিকার।   বিল্লাল হোসেন বলেন,আমিনুল শিকদারের মতো ভালো মানুষ কখনোই মাদকের সাথে জড়িত নয়, আমরা তার মুক্তি চাই।আমিনুল শিকদারের গর্ভধারণী মা, বুক চাপড়ে কাদতে কাদতে বলেন আমার ছেলে কোন মাদকের সাথে জড়িত নয় আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, আমি ছেলেকে ফেরত চাই এই কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন।   আমিনুল শিকদারের বড় ভাই শাহিন শিকদার বলেন , দীর্ঘদিন যাবত আমাদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে আমাদের জায়গায় ঘর দিতে গেলে বিভিন্ন বাধা হুমকি ও চাঁদা দাবি করে এ বিষয়ে চাঁদাবাজির একটি মামলা ও ৭ ধারার একটি মামলা দায়ের করা হয়‌ আদালতে। এই বিষয়ের রেশ ধরে আমার মায়ের উপর হামলা হয় যার প্রেক্ষিতে একটি মানববন্ধন করা হয় এ সমস্ত ঝামেলার কারণে আমার ছোট ভাই আমিনুল শিকদারকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।   কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান  দুলাল হোসেন বলেন, আমিনুল শিকদার কোন প্রকার মাদকের সাথে জড়িত এমন কথা আমি জানিনা তবে আমার জানা মতে, সে একজন ভাল মানুষ।   উল্লেখ্য ২০ এপ্রিল শনিবার বিকেল চারটায় তার নিজের গ্রাম আদানী ভূইয়াদ, কুটুম শাহ মাজারপাড় এলাকায় তার নিজের দোকান থেকে টাঙ্গাইল র‌্যাব-১৪ তাকে আটক করে নিয়ে যায়।