সারাদেশ

দিনাজপুরের হিলিতে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু

দিনাজপুরের হিলিতে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চুড়িপট্টি এলাকায় এক নেশাগ্রস্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শাওন হোসেন (৪০)। তিনি পার্বতীপুর থানার পুরাতন বাজার এলাকার রবিউল আলমের ছেলে। রবিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে চুড়িপট্টি মোড়ের একটি বন্ধ দোকানের বারান্দায় শাওনের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের খবরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাকিমপুর থানা তদন্তাধিকারী জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাওন নিয়মিত নেশা করতে হিলি এলাকায় আসত। আজও সে বন্ধুদের সাথে নেশা করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও বলেন, আমরা নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।