সারাদেশ

বেরোবিতে সকাল ৯ টায় উপাচার্য আসলেও আসেননি কর্মকর্তারা

বেরোবিতে সকাল ৯ টায় উপাচার্য আসলেও আসেননি কর্মকর্তারা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৪৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড.শওকত আলী আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের অফিস পরিদর্শন করেও অধিকাংশ কর্মকর্তাদের অফিসে পাননি। জানা যায়, উপাচার্য সকাল ৯ টায় নিজ অফিসে আসেন। এরপর প্রশাসনিক ভবনে বিভিন্ন দপ্তর পরিদর্শন করতে যান। কিন্তু এসময় তিনি অধিকাংশ কর্মকর্তাদের অফিসে পাননি। অনেকে আবার উপাচার্য অফিস এসেছেন শুনে তড়িঘড়ি করে অফিসে আসেন। পরে উপাচার্য তাদের অফিসে ডেকে সর্তক করেন। এই ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, আমি সকাল ৯ টায় অফিসে আসতে পারলে তারা কেনো আসতে পারবে না। অনেকে আবার ডরমেটরি থাকে। অথচ এত কাছে থেকে তারা আসতে পারেন না। সার্বিকভাবে সবাইকে সর্তক করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও কর্মকর্তাদের অফিসে ইচ্ছে মত আসা যাওয়া নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।