শিক্ষাঙ্গন

বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও সমাবেশ

বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, রাত ১২:৩৩

বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়, যা পরে ডায়না চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। মিছিলে অংশ নেন ইবির সহ-সমন্বয়করা এবং বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘তোফাজ্জলের খুনীদের, ফাঁসি চাই ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বিশ্বজিৎ এর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, “যারা ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করবে তাদেরকে ছাত্র-জনতা শক্ত হাতে প্রতিহত করবে। শত শত শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানী করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ‘মব জাস্টিস’ এর নামে যে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে, তার সঠিক বিচার করতে হবে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে কেউ এ ধরনের কর্মকান্ড ঘটানোর সাহস না দেখায়। যতদিন পর্যন্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”