সারাদেশ

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, রাত ১২:২৯

চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সাংবাদিকরা জেলার মাদক, চাঁদাবাজি, অনিয়ম-দূর্নীতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময় খাতগুলির উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের উন্নয়নে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এ জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে এটি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব।" এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম, এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।