সারাদেশ

নোয়াখালীতে বারটান-এর খাদ্য পুষ্টি ক্যাম্পেইন

নোয়াখালীতে বারটান-এর খাদ্য পুষ্টি ক্যাম্পেইন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, রাত ১২:২৬

নোয়াখালীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার মান্নান নগর এলাকায় পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের কার্যক্রম শেষ হয়। বারটানের 'কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অঙ্গ)' এর আওতায় সদর উপজেলার পুষ্টি গ্রামের শিক্ষার্থীদের নিয়ে গত মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে বারটান নোয়াখালী’র সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লুৎফর রহমানের সঞ্চালনায় এবং বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী জেলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম চর উরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিন, এবং বারটানের মাঠ সহকারী সানিয়াত হোসেন। এই খাদ্য ভিত্তিক পুষ্টি ক্যাম্পেইনে মোট ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে বারটান কর্মকর্তাদের মাধ্যমে পুষ্টি খাবারের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।