নাটোরের লালপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দীন, লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, চংধুপল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান, ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম।
বক্তারা সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি এবং কিশোর অপরাধের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বক্তারা বাজার মনিটরিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মতামত