সারাদেশ

দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, রাত ১২:১৩

রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর সাংবাদিক সমাজ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বক্তৃতায় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক বলেন, প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান একজন সমাজসেবক এবং অরাজনৈতিক ব্যক্তি। তার পৃষ্ঠপোষকতায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ দলনিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মনিরুজ্জামান খান তার সমাজসেবামূলক কার্যক্রম এবং ব্যবসার মাধ্যমে জনহিতকর কাজে নিবেদিত থেকেছেন। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায়, তাকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। বিশেষ করে রাজধানীর মিরপুর ও সাভার থানার মামলাগুলোতে তার কোনো সম্পৃক্ততা নেই। সাংবাদিকরা আরও উল্লেখ করেন, মনিরুজ্জামান খান তার চিকিৎসা ও উমরাহ পালনের জন্য মামলার সময়ে দেশের বাইরে ছিলেন। তবুও তার বিরুদ্ধে মামলা দায়ের করায় তারা হতবাক। সাংবাদিক সমাজের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।