সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফকে ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাটে গুম হওয়া আরিফুল ইসলামকে ফিরে পাওয়ার দাবিতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মানববন্ধনে আরিফুলের স্ত্রী মোসাঃ মাজেরা বেগম লিখিত বক্তব্য দেন। মাজেরা বেগম জানান, তাঁর স্বামী আরিফুল ইসলাম দেবীনগর দ্বিমূখী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে আশার আলো কোচিং সেন্টার পরিচালনা করতেন। ২০১৭ সালের ১ জুলাই দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি আরিফুলকে কোচিং থেকে তুলে নিয়ে যায়। তার পরিবার অনেক চেষ্টা করেও কোনো আইনি পদক্ষেপ নিতে পারেনি। থানায় জিডি করার চেষ্টা করলে অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিতে থাকে, এবং থানার ওসিও জিডি নিতে অস্বীকৃতি জানান। আরিফুলের বাবা বানী ইসরাইল গুমের শোকে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ২০১৭ সালে অসুস্থ হন এবং ২০২২ সালে হৃদরোগে মারা যান। বর্তমানে আরিফুলের মা শরিফন বেগমও শারীরিকভাবে অসুস্থ। আরিফুলের স্ত্রী দুই সন্তান নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং তাদের ভরণপোষণ ও শিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। মানববন্ধনে আরিফুলকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় এবং গুমের সাথে জড়িতদের বিচার চাওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন আরিফুলের মা, দেবীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, এবং অন্যান্যরা। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।