সারাদেশ

ভোমরা স্থলবন্দরে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভা অনুষ্ঠিত

ভোমরা স্থলবন্দরে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৩

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেডের ৮৭/৭ এর নিজস্ব কার্যালয়ে ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় ছাত্র জনতা এবং শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির আহ্বায়ক লুৎফর রহমান মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট মালিক সমিতির সদস্যসহ শ্রমিক ইউনিয়ন ও ছাত্র জনতার সদস্যরা, যেমন আব্দুল আজিজ বাবু, ইলিয়াস হোসেন, রেজাউল ইসলাম, মামুন হোসেন প্রমুখ। সভায় ট্রান্সপোর্ট মালিক সমিতির আহ্বায়ক লুৎফর রহমান মন্টু জানান, ভোমরা স্থলবন্দরে লাইসেন্সবিহীন কোনো ড্রাইভারকে গাড়ি চালাতে দেওয়া হবে না এবং কোনো হেল্পারের কাছে গাড়ি দেওয়া যাবে না। এছাড়াও আলিপুর চেকপোস্ট থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত যেকোনো স্থানে গাড়ির ড্রাইভিং লাইসেন্স চেক করা হতে পারে। বক্তারা আরও জানান, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা ও গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনার হার কমবে এবং যানজট নিরসনসহ জনসাধারণের চলাচলে সুবিধা হবে। সভায় আলোচিত বিষয়গুলো রোড নিরাপত্তা ও স্থানীয় ট্রাফিক নিয়ন্ত্রণের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।