নয় বছর ধরে বিনা পয়সায় ইফতার ও সেহরি করাচ্ছেন হোটেল মালিক

নয় বছর ধরে বিনা পয়সায় ইফতার ও সেহরি করাচ্ছেন হোটেল মালিক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:২৮

[embed]https://youtu.be/OvTho9_Umwc[/embed] জয়পুরহাটের আক্কেলপুরে নয় বছর ধরে বিনা পয়সায় ইফতার এবং সেহরি করাচ্ছেন রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন এক থেকে দেড়শো রোজাদার ব্যক্তি এখানে ইফতার এবং সেহরি করেন। বৃত্তবান ব্যক্তি না হলেও এগারো মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে রমজান মাস জুড়ে তিনি ইফতার এবং সেহরি করান। রমজানের এক মাস মেহমানদারি করেন।