সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা পূজা উদযাপন পরিষদ নতুন করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। এই কমিটিতে গোপাল চন্দ্র ঘোষকে আহ্বায়ক এবং আশুতোষ সান্যালকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সুশীল চন্দ্র মাহাতো, জ্যোতিষ চন্দ্র মাহাতো, অমল চন্দ্র সরকার এবং রনজিৎ ঘোষ রয়েছেন। এছাড়াও বিভিন্ন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, যারা তাড়াশের সনাতন ধর্মাবলম্বীদের সেবা এবং পূজা উদযাপনের দায়িত্ব পালন করবেন।
তাড়াশ পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক গোপাল চন্দ্র ঘোষ বলেন, "আমাদের ওপর যে আস্থা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা সততার সঙ্গে পালন করবো। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।"
তিনি আরও উল্লেখ করেন, "হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমরা শুধু পূজা উদযাপন নয়, সব ধরনের প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত।"
মতামত