সারাদেশ

শাহজাদপুরে জামায়াতে ইসলামী কর্তৃক শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

শাহজাদপুরে জামায়াতে ইসলামী কর্তৃক শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এই আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মিজানুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব মাওলানা মো. রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ শাহিনুর আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম, আমীর, শাহজাদপুর পৌরসভা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ। শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শতাধিক মানুষের অংশগ্রহণে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শাহজাদপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।