চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ০৩ এপ্রিল গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।
তাঁরা দাবি করেন, গোবরাতলা নামটি ঐতিহ্যবাহী এবং এই অঞ্চলে ব্যাপক পরিচিত। নতুন নাম পরিবর্তনের ফলে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তরের নামেও পরিবর্তন আনতে হবে, যা বাস্তবসম্মত নয়।
বক্তারা আরও বলেন, “গোবরাতলা নামটি এলাকার মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। নতুন নামের ক্ষেত্রে মিথ্যা অভিযোগের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে। আমরা ৭ কর্মদিবসের মধ্যে পূর্বের নাম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুজা উদ্দিন জানান, ০৩ এপ্রিল বিদ্যালয়ের নাম পরিবর্তনের নির্দেশনা মন্ত্রণালয় থেকে এসেছে। তিনি বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৮টি এবং সদর উপজেলায় ৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। স্থানীয়দের সাথে আলোচনা করে পূর্বের নাম বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেহের আলী বলেন, “স্থানীয় বাসিন্দা ও শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তি থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের আবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজী, গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম মিলন, সাবেক প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিউর রহমান মতু, স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম পলাশ, মো. আক্কাশ আলী, হিমেল চৌধুরী, মো. সজল আলী, মো. শ্যামল ইসলাম, মো. মানিক আলী, মো. হজরত আলী এবং শ্রী বাসুদেবসহ অন্যান্য অভিভাবক ও স্থানীয়রা। গোবরাতলা মহিলা কলেজ ও গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মতামত