বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেন না। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ছাত্র—জনতার আন্দোলনে প্রায় ২ হাজার মানুষকে খুন করেছেন। তিনি অভিযোগ করেন যে গত ১৫-১৬ বছর ধরে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে কঠোর নির্যাতন চালানো হয়েছে এবং বিএনপি—জামায়াত নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা নিজেকে রাজরাণী মনে করতেন এবং গণভবনে ছাত্র—জনতার আগমন দেখে ভয়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতের দিকে পালিয়ে যাওয়ার পর আজ প্রভাবশালী হাসিনা করুণ অবস্থায় আশ্রিত আছেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে উল্লেখ করেন, তিনি নিজে এগারো বার কারাগারে গেছেন। যাদের বিরুদ্ধে বিএনপি—জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ ছিল, তারা এখন জেলে আছেন। গোলাম আজমের ছেলে আজমীকে ৮ বছর ধরে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।
তিনি সীমান্তে গুলি করার প্রতিবাদে বলেন, ভারত সীমান্তে গুলি করলে তার কঠোর জবাব দেওয়া হবে। সীমান্তে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ওবায়দুল কাদেরকে নিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বলেছিলেন খেলা হবে পালাবেন না, কিন্তু বর্তমানে তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসী জানেনা। অনেকের মতে, তিনি ভারতে চলে গেছেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা, কেন্দ্রীয় কমিটির ডাব’র মহাসচিব আঃ সামদ, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, উপদেষ্টা হরিপুর বিএনপি’র করিমুল হক, জেলা বিএনপি’র সদস্য ফয়সাল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আতাউর রহমান মংলা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম, সহ—শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ওয়ালিদুর রহমান শিশির, উপজেলা ছাত্রদল’র সাবেক আহ্বায়ক ছত্রনেতা রাকিব হাসান রিয়াদ, ছাত্রনেতা ডনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত