ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের ঝড় উঠেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা “আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না”, “নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না”, “বসন্তের কোকিলেরা সাবধান”, “ঢাবি, রাবি ভিসি পেল, ইবি কেন পিছিয়ে গেল”সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তারা দাবি করেন, ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষক তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ করা হোক। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোন উপাচার্য নিয়ে এলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
এর আগে, গত শনিবার অতীত দুর্নীতির রেকর্ড যাচাই-বাছাই করে সৎ, সাহসী, শিক্ষার্থীবান্ধব এবং সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবিতে একটি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে করা হয়েছিল।
মতামত