ঢাকায় শিক্ষা ভবনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ব্যানার হাতে নিয়ে মানববন্ধন পালন করেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, নাসির উদ্দীন, আব্দুর রহমান, শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক মাসাদুল হাসান, সহ-সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আনোয়ার জাহান, ইউসুফ আলী সহ অন্যান্যরা।
বক্তারা জানান, মঙ্গলবার ঢাকার ডিজি অফিসের মধ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষকরা বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
মতামত