সারাদেশ

বদলগাছীতে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার

বদলগাছীতে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৩০

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। এই পরিদর্শনটি উপজেলার বিলাশবাড়ী, কোলা, এবং আধাইপুর ইউনিয়নে মেসার্স মিজান ট্রেডার্স, ভান্ডারপুর বাজারের জিতেন্দ্রনাথ ট্রেডার্সসহ অন্যান্য সার, বীজ ও কীটনাশকের দোকানে পরিচালিত হয়। উপজেলা কৃষি অফিসার জানান, এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কীটনাশক, সার ও বীজের দোকানে কোনো প্রকার ভেজাল কৃষিপণ্য বিক্রি হচ্ছে কিনা এবং মালামাল ক্রয়-বিক্রয়ে কোনো সমস্যা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা। এ সময় কোলা ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এবং বিলাশবাড়ী ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে, সারের মূল্য তালিকা টাঙানো এবং বীজ ও কীটনাশকের মেয়াদ সম্পর্কে দোকানিদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।