সারাদেশ

কালুখালীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

কালুখালীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:২৭

রাজবাড়ীর কালুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান সম্প্রতি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক, দৈনিক আমার সংবাদ এর কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোঃ হামজা শেখ, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিক হোসেন সিমান্ত এবং মোঃ লালন শেখ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা তথ্য অনুসন্ধান করে সঠিক সংবাদ পরিবেশন করবেন। উপজেলা সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করবেন। আমাকে যোগাযোগ করতে হলে কোনো লোক ধরতে হবে না। সরাসরি আমার কাছে আসবেন, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো।"