ঢাকা ব্যাংকের উদ্যোগে হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা ব্যাংকের উদ্যোগে হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:৩২

ঢাকা ব্যাংকের হিলি স্থলবন্দর শাখার উদ্যোগে আজ বুধবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় বাংলা-হিলি পাইলট উচ্চ বিদ্যালয় ও হাকিমপুর সরকারি কলেজ চত্বরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে স্থানীয় এলাকায় আরও সবুজ পরিবেশ তৈরি করা। বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ঢাকা ব্যাংকের হিলি স্থলবন্দর শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান জানান, বাংলা-হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০টি এবং হাকিমপুর সরকারি কলেজে আরও ৫০টি চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে হাকিমপুর সরকারি কলেজের প্রিন্সিপাল জয়নাল আবেদিন জুয়েল, বাংলা-হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকলে পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।