নওগাঁ জেলার সদরে কাজী মার্কেটের তৃতীয় তলায় পুরাতন মাছ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপম কুমার বর্মনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত রোপম কুমার বর্মন নওগাঁ সদর উপজেলার মহাদেবপুর থানার শ্রীনিবারণ চন্দ্র বর্মণের ছেলে। তার কাছে পাওয়া যায় ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য।
র্যাব-৫-এর গোয়েন্দা দল কিছুদিন ধরে রোপম ও তার সহযোগী সালাউদ্দিনের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল রোপমের ভাড়া করা গোডাউনে অভিযান পরিচালনা করে তাকে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করে। সালাউদ্দিন, যিনি বর্তমানে পালিয়ে গেছেন, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিস্ফোরক সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।
আসামী রোপম কুমার বর্মন সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতেন। গ্রেফতারকৃত রোপম ও তার সহযোগী সালাউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মতামত