অব্যহত তীব্র তাপমাত্রায় আগুন জ্বলছে জয়পুরহাটের আক্কেলপুরে। বৈশাখের শুরুতেই আক্কেলপুরের ওপর দিয়ে হালকা থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আবহাওয়া অফিস জানিয়েছেন পাশ্ববর্তী প্রায় ২ সপ্তাহ ধরে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৬ থেকে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলে ।
উপজেলায় বর্তমানে ইরি-বোরো ধান কাটার সময়। কৃষকেরা তীব্র তাপদাহের কারণে ধান কাটা শুরু করতে পারছে না। পাশাপাশি ভ্যান ও রিকশাচালক একটু দুপুর হলেই বাড়ি ফিরে যাচ্ছেন। ফলে দুপুরে উপজেলা শহরের রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে পড়ছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিশু ও বৃদ্ধরা তীব্র তাপদাহের কারণে রোগে আক্রান্ত হচ্ছে। তারা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন আবার কেউ কেউ ভর্তিও হচ্ছেন। এতে স্বাস্থ্যকেন্দ্রে রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।
আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের ভ্যান চালক ওমর ফারুক (৪৫) বলেন, আমি ভোর ৬টায় বাজারে আসি তীব্র তাপদাহ ও যাত্রী কম থাকায় দুপুর ১২ আগে যাই, আবার বৈকেল ৪টায় এসে রাত্রি ৮টায় বাড়িতে ফিরে যাই।
পৌর শহরের ব্যাটারি চালিত অটো-রিকশা চালক রিপন হোসেন (৩৫) বলেন, আগের মতো আর ভাড়া নেই। দুপুর না হতে বাড়ি ফিরে যাই আর বৈকেলে আসি। সংসার চালাতে হিমসিম খাচ্ছি।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপারভাইজার প্রদীপ কান্তি রায় মুঠোফোনে বলেন, উত্তরবঙ্গ এলাকায় এই সপ্তাহের মধ্যে আজ সর্বাচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।
মতামত