মঙ্গলবার, ১৮ তম বিশ্ব নবী দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘি থানার অন্তর্গত সখেরহাট, বকুলতলা (মীর সাহেব ময়দান) কোম্পানীর ঠেক এলাকায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেকেরের মজলীস ও ইসালে সওয়াবের আয়োজন করা হয়।
বকুলতলা গ্রামবাসী ও আয়োজক মরহুম জিয়াদ আলি মীর সাহেব-এর পুত্র সাত্তার আলী মীরের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তির লক্ষ্যে বিশেষ দোয়া ও খায়ের অনুষ্ঠিত হয়। মাহফিলে ফুরফুরা শরীফের জুনাইদ সিদ্দিকী সাহেব বিশ্ব নবী দিবসের তাৎপর্য ও বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করেন।
এদিনের জেকেরের মজলীস ও ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন জুনাইদ সিদ্দিকী সাহেব, সাদান সিদ্দিকী, আব্দুল সালাম সাহেব (মুর্শিদাবাদ), হাবিবুল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবী সাত্তার আলী মীর, আব্দুল হাকিম সাহেব (বকুলতলা) সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
মতামত