নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি তুচ্ছ ঘটনায় একজন রিক্সাভ্যান চালককে মারপিট ও চাকু দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে রাবিন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে জনতা। রাবিন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদরস্থ মাছের মোড়ের কাছের মাতাজী রোডে।
প্রত্যক্ষদর্শী নাহিদ হোসেন, মাতাজী রোডের সাফিন ফার্মেসীর দোকানী, জানান, তিন যুবক মাতাজী রোডের দক্ষিণপাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি রিক্সাভ্যান তাদের পাশ দিয়ে যায় এবং রাবিন হোসেন রিক্সা চালকের সাথে এর কারণে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে রাবিন রিক্সাচালককে মারপিট করেন এবং তার শার্ট উঁচিয়ে প্যান্টের কোমড়ে রাখা চাকু বের করে তার উপর আক্রমণ করার চেষ্টা করেন।
স্থানীয়রা রাবিনকে ধাওয়া করে মডেল স্কুলের মোড় এলাকায় আটক করতে সক্ষম হন। পরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী ঘটনাস্থলে গিয়ে রাবিনকে থানায় নিয়ে আসেন।
আহত রিক্সাচালক ফিরোজ হোসেন (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত