গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে পুলিশের সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা-এর নেতৃত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কিশোরগঞ্জ জেলার পরিবহন মালিক সমিতি, ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি, ফল ব্যবসায়ী মালিক সমিতি এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মো: আল-আমিন হোসাইন, টিআই সৈয়দ মনিরুজ্জামান এবং মিডিয়া অফিসার এসআই মো: জাহাঙ্গীর আলম।
পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং উপস্থিত নেতাদের কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতা করার আহবান জানান। মতবিনিময় সভায় সমিতিসমূহের নেতারা জেলা পুলিশকে ব্যাপকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এর আগে, ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, পুলিশ সুপার কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমিতি এবং প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সঙ্গে প্রথম দফার মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছিলেন। পুলিশ সুপার শহরের ট্রাফিক ব্যবস্থা নতুন করে শুরু করার আশা প্রকাশ করেন এবং সবাইকে এ প্রক্রিয়ায় অংশগ্রহণের আহবান জানান।
মতামত