সারাদেশ

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে বিএনপির স্বস্তির সমাবেশ

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে বিএনপির স্বস্তির সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:১২

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপি রাজশাহী শহরে একটি বৃহৎ গণসমাবেশ আয়োজন করেছে, যা দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুর ৩টায় রাজশাহীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে রাজশাহী মহানগর ও আশপাশের জেলার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকেই বিএনপির নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে আলুপট্টি এলাকায় জড়ো হতে থাকেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেন এবং বর্তমান সরকারের সমালোচনা করেন। রাজশাহী বিভাগীয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুধু। শোভাযাত্রার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। শৃঙ্খলা কমিটির দায়িত্ব পালন করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহফুজুর রহমান রিটন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে কোনো সমাবেশ করতে পারিনি। রাজশাহী বিভাগের অন্যান্য জেলা থেকে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা চাই সৎ ও যোগ্য মানুষকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হোক এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।” রফিকুল ইসলাম রবি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আর কোন স্বৈরাচারীর হাতে দেশকে তুলে দিতে রাজি নই। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম ও হত্যা করা হয়েছে। নতুনভাবে সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া জরুরি।” তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত এবং দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও অপকর্ম থেকে বিরত থাকতে হবে।”