নওগাঁর পত্নীতলা উপজেলায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১০০ জন স্কুলছাত্রীকে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ আয়োজনের সহযোগিতা করেছে বেলজিয়ামের দাতা সংস্থা কারামা সলিডিরিটি এবং সোশ্যাল এইড।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল করিম। কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রীরা উল্লসিত হয়ে বলেন, বাইসাইকেল পাওয়ার ফলে তাদের স্কুলে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।
ছাত্রী রিমা রানী জানান, "আগে আমাকে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে যেতে হতো, অনেক সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হতো। এখন সাইকেল পাওয়ায় স্কুলে যাতায়াত অনেক সহজ হবে।"
অপর ছাত্রী পিয়াসী রানী বলেন, "বাড়ি থেকে স্কুল দূরে ছিল, সাইকেল পাওয়ায় এখন দূরের স্কুলে পায়ে হেঁটে যেতে হবে না। সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারব এবং আমার পড়াশোনার আগ্রহ আরও বাড়বে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, এবং এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলমসহ আরও অনেকে।
মতামত