সারাদেশ

কাউনিয়া টেপামধুপুরে সিরাতুন্নবী (সাঃ) সিরাত মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়া টেপামধুপুরে সিরাতুন্নবী (সাঃ) সিরাত মাহফিল অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:০৫

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মঙ্গলবার বাদ মাগরিব সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে একটি সিরাত মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি অনুষ্ঠিত হয় হয়বৎ খাঁ নতুন বাজারে, বাংলাদেশ জামায়াতে ইসলামী টেপামধুপুর ইউনিয়নের উদ্যোগে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেপামধুপুর ইউনিয়নের সভাপতি ডাঃ মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন (অব. সৈনিক), ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিঠু, এবং জামায়াতে ইসলামী টেপামধুপুর ইউনিয়ন শাখার বায়তুল মাল সম্পাদক মোঃ মহসিন আলী। ইসলামী সংগীত পরিবেশন করেন টেপামধুপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম। মাহফিলটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অন্যতম নেতা মাওঃ আলমগীর হোসাইন ফরায়েজী। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সিরাতুন্নবী (সাঃ) এর মহিমা এবং তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। মাহফিলটি মুসল্লিদের উপস্থিতি এবং ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।