সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী স্টাডিজ বিভাগের ১৭ তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী স্টাডিজ বিভাগের ১৭ তম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:০১

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ তম স্নাতক সম্মান ব্যাচের (২০১৮-১৯ সেশন) বিদায়ী অনুষ্ঠান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংবাদিক ও শিক্ষক মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা। প্রধান অতিথি ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ মাকছুদুর রহমান সাহেব, সাবেক বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ; জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ; ড. মুহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা; এবং জনাব মুহাম্মদ জমির উদ্দিন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিদায়ী ছাত্র মোঃ রাশেদুল ইসলাম। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন মোঃ আতাউল্লাহ হাবিবী। শিক্ষকরা তাদের বক্তব্যে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এমন একটি বিষয় নিয়ে অনার্স শেষ করেছ যা তোমাদের দুনিয়া ও আখেরাতের পথকে সহজ করবে। তোমরা দাঈ হিসেবে দ্বীনের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে।” অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের আন্তরিক উপস্থিতি ও বক্তব্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।