সারাদেশ

সাতক্ষীরার মাটি থেকে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে - ওসি রফিকুল ইসলাম

সাতক্ষীরার মাটি থেকে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশকে সহযোগিতা করতে হবে - ওসি রফিকুল ইসলাম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:০০

সাতক্ষীরা সদর থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম সাতক্ষীরার জনগণের সহযোগিতা কামনা করে বলেছেন, "সাতক্ষীরার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ এবং অতীতে বহু পুলিশ অফিসার তাদের আন্তরিক সহযোগিতার নিদর্শন দেখেছেন। আমি আশা করি, সাতক্ষীরা থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসী কার্যক্রম ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করার সুযোগ পাব।" তিনি আরও বলেন, "আমি যতদিন সাতক্ষীরা থানায় কর্মরত থাকব, থানায় আগত সেবা প্রত্যাশীরা কোনো প্রকার হয়রানির শিকার হবেন না। মানুষ যেকোনো সমস্যায় থানায় সেবা নিতে আসবে, থানার দরজা সবার জন্য উন্মুক্ত। কোনো দালাল বা অন্য কোনো মাধ্যমে থানায় আসার প্রয়োজন নেই।" ওসি রফিকুল ইসলাম উল্লেখ করেন, "ভুক্তভোগী নিজে এসে থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। থানায় কোনো প্রকার টাকা লাগবে না এবং লাগবে না। যদি কেউ অবৈধভাবে অর্থ লেনদেন করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের জান-মালসহ প্রতিটি নাগরিকের সম্মান ও সহযোগিতা করা।" তিনি সাতক্ষীরা বাসীর প্রতি আবেদন করে বলেন, "যদি সম্ভব হয়, মাদক ও চোরাচালানকারীদের তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করুন। এতে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। যারা এ ধরনের তথ্য পুলিশকে দেবেন, তাদের তথ্য গোপন রাখা হবে।" ওসি রফিকুল ইসলাম আরও যোগ করেন, "সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মূনী একজন চৌকস পুলিশ অফিসার। আমরা স্যারের দিকনির্দেশনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাতক্ষীরার মানুষের কল্যাণে কাজ করব।" তিনি বলেন, "পুলিশ এবং সাংবাদিকরা সমাজের অনিয়ম ও মাদকবিরোধী কলম ধরেন। তাই পুলিশ এবং সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সকলের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশ ও আগামী প্রজন্মের জন্য মানসম্পন্ন শহর গড়তে ঐক্যের বিকল্প নেই।"