জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তার নিজ কার্যালয়ে কালাই উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল করিম, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, মোঃ মুনছুর রহমান, কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম সরোয়ার শিপন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন এবং প্রচার সম্পাদক মিশিকুল মন্ডল।
সভায় নবাগত ইউএনও শামিমা আক্তার জাহান জানান, উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শেষে, কালাই মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে শামিমা আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
মতামত