সারাদেশ

বগুড়ায় বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন

বগুড়ায় বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৫৮

বগুড়ার শিবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশের বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত সম্মেলনে নতুন ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে মাসুদুর রহমান মাসুদকে সভাপতি এবং মজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের চেয়ারম্যান লাল মিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি গ্রাম পুলিশের বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং সঠিক ভাতা ও পোষাক প্রদান নিশ্চিত করার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নাইম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম খান, কোষাধ্যক্ষ সুমন হোসেন, যুগ্ম মহাসচিব ওবায়দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রিন্টু মিয়া। বগুড়া সদর শাখার সাধারণ সম্পাদক শ্রী শিবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় গ্রাম পুলিশ, দফাদার শহিদুল ইসলাম বাদল, মজিবুর রহমান, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, বাদশা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে বগুড়া জেলার ৪ শতাধিক গ্রাম পুলিশের উপস্থিতিতে উপদেষ্টা কমিটি ও নতুন জেলা কমিটি ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। ঘোষিত নতুন কমিটি হলো:
  • সভাপতি: মাসুদুর রহমান মাসুদ
  • সিনিয়র সহ-সভাপতি: শহিদুল ইসলাম বাদল
  • সহ-সভাপতি: তাহেরুল ইসলাম, হেলানুর রহমান, রবিন
  • সাধারণ সম্পাদক: মজিবুর রহমান
  • জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক: সরোয়ার হোসেন
  • যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম
  • সাংগঠনিক সম্পাদক: চপল চন্দ্র, রবি দাস, সুজন, আবু, শিহাব হোসেন, নয়ন দাস
  • কোষাধ্যক্ষ: আব্দুল মতিন
  • দপ্তর সম্পাদক: বাদশা মিয়া
  • আইন বিষয়ক সম্পাদক: চন্দন কুমার দাস
  • মহিলা বিষয়ক সম্পাদক: মিনা খাতুন
  • ত্রাণ বিষয়ক সম্পাদক: রফিকুল ইসলাম
  • সদস্যসচিব: চন্দন দাস
নতুন কমিটি গ্রাম পুলিশের অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।