পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহি অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কালাইয়া বন্দর ঘুরে ৬ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে বাউফল সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, ফলে পৌর এলাকা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বিদ্যালয়ের মূল ফটকের পাশে দেয়াল ভেঙ্গে দোকান ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন এবং বিদ্যালয়ের ছাদে ডিস লাইন স্থাপন করে বিদ্যুতায়িত হয়ে গত বছর একটি মৃত্যুর ঘটনা ঘটে, যা এখনও বিচারহীন রয়ে গেছে। এছাড়া, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে।
প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের ফোন কল করার পরও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজি জানিয়েছেন, "শিক্ষার্থীদের স্মারক লিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মতামত