কুলতলিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুলতলিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৫২

দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার অন্তর্গত পিয়ালী নদীতে মঙ্গলবার অনুষ্ঠিত হলো মেরিগঞ্জ সবুজ সংঘের আয়োজনে ৪০তম বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতা। কালের বিবর্তনে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে, যার মধ্যে নৌকা বাইচ অন্যতম। তবে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় এখনও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। কুলতলী পিয়ালী নদীর পাড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যানিং, কুলতলী, এবং জয়নগরসহ বিভিন্ন এলাকা থেকে ১৫টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দেখতে হাজারো মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিশেষ পুরস্কারেরও ব্যবস্থা করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য। উদ্যোক্তা শাহাদাত শেখ বলেন, "গ্রাম বাংলার প্রাচীন খেলা গুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন করা হচ্ছে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলতলী পঞ্চায়েত সমিতির বন ও ভূমি বিভাগের কর্মদক্ষ শাহাদাত শেখ, মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের প্রধান বিউটি সরদার, এবং অঞ্চল সভাপতি শরীয়ত গায়েনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।