সারাদেশ

বালিয়াকান্দী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৫১

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি থানার ওসির অফিস কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান (আতিক), উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, সকালের সময় প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাসসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ওসি মনিরুজ্জামান খান সভায় বলেন, "আমি আগে থেকেই বালিয়াকান্দি থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এ এলাকার সাধারণ মানুষের সাথে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে। আমি বালিয়াকান্দিকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, এবং জুয়ামুক্ত একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।" তিনি আরও বলেন, "বর্তমান সংকটময় পরিস্থিতিতে পুলিশ জনতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করছে এবং আমি আশাবাদী, এই সংকট কেটে যাবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, তাহলে আমরা জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবো।" মতবিনিময় সভায় অন্যান্য সাংবাদিকরাও তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।