সারাদেশ

কোটচাঁদপুরে বিচারবহির্ভূত হত্যার ১০ বছর পর মামলা: পুলিশ সুপারসহ আসামি ১৯ জন

কোটচাঁদপুরে বিচারবহির্ভূত হত্যার ১০ বছর পর মামলা: পুলিশ সুপারসহ আসামি ১৯ জন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪৯

ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়ীয়া গ্রামের ইউপি সদস্য আবুল কালাম মেম্বারের বিচারবহির্ভূত হত্যার ১০ বছর পর পুলিশ সুপারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিহতের পরিবার ঝিনাইদহ আদালতে এই মামলাটি করেন। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকরিচ্যুত), এসআই মিজান, এএসআই শিবু দত্তসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, মতিয়ার রহমান কালু, কাওছার আলী, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মতিন, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরীফুন্নেছা মিকি, এবং আরও বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, নিহত আবুল কালাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী ছিলেন। ইউপি সদস্য হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে আসামিরা তাকে হত্যার ষড়যন্ত্র করে। ২০১৪ সালের ১৮ এপ্রিল সকালে তাকে অপহরণ করে এবং তিন দিন পর, ২১ এপ্রিল, তার গুলিবিদ্ধ মরদেহ মধুহাটি ইউনিয়নের বকুল তলায় পাওয়া যায়। হত্যাকাণ্ডের পর আসামিরা পুলিশের প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় নিহতের পরিবার মামলা করতে সাহস পায়নি। দীর্ঘ ১০ বছর পর নিহতের ভাইপো জাহিদুল ইসলাম আদালতে এই মামলা দায়ের করেন। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোটচাঁদপুর মডেল থানাকে এজাহার হিসেবে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।