বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল এক বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই বিক্ষোভ সমাবেশটি বালিয়াকান্দি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে এক পথসভায় পরিণত হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবর, কৃষক দলের আহ্বায়ক মহসীন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক এস এম বাবু, নাজমুল হাসান, গোপাল বিশ্বাস, এবং সোহেল খান প্রমুখ।
বক্তারা এস এম জিলানীর ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
মতামত