পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষার ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুস সামাদ বক্তব্য রাখেন। তিনি বলেন, "নবী করিম (সা.) এর জীবনাদর্শ আমাদের মেনে চলতে হবে। ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নবীজীর শিক্ষা অনুসরণ করতে হবে।"
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে মহানবী (সা.) এর প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মতামত