ঝিনাইদহের কোটচাঁদপুরে সিরাতে রাসুল (সাঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কোটচাঁদপুর পৌর আমীর মাওলানা নাজির আহমেদের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, "রাসুল (সাঃ) মানবতার মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলেছিলেন।" মতিয়ার রহমান আরও বলেন, রাসুল (সাঃ) এর আগমন বিভিন্ন ধর্মগ্রন্থেও উল্লেখ আছে, এমনকি হিন্দু ধর্মেও তার আগমনের কথা উল্লেখ করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমীর আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, সাবেক উপজেলা শিবির সভাপতি ডা. সাদ আহমেদ প্রমুখ।
মতামত