সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের প্রধান মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিশ্বনবী (সা.) এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শাহজাদপুরের মুসলিম সমাজ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, কুরআন খতম, ওয়াজ মাহফিল এবং মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করেন স্থানীয় আলেমরা। তাঁরা নবীজির (সা.) জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সমাজে ন্যায়, ইনসাফ, এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়াও, স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। দুপুরের পর শহরের বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মতামত