জয়পুরহাটে র্যাব-৫ এর অভিযানে নওগাঁ জেলার সদর থানাধীন পুরাতন মাছ বাজারের কাজী মার্কেটের তৃতীয় তলা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শ্রী রোপম কুমার (৩৫)।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের একটি গোয়েন্দা দল রোপম কুমারকে হাতেনাতে আটক করে। অভিযানকালে তার ভাড়াকৃত গোডাউনে নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের জন্য রাখা ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে তার সহযোগী সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়।
রোপম কুমার র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে, তিনি ও সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতা হিসেবে এসব বিস্ফোরক দ্রব্য সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করা হতো।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামী সালাউদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে র্যাব জানিয়েছে।
মতামত