বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাতারে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বন্ধুসভা কাতার। ১২ ও ১৩ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল। টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতা করেছে মুন দোহা ট্রাভেলস এবং ঘরোয়া রেস্টুরেন্ট।
টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ বন্যার্তদের পুনর্বাসন তহবিলে দান করার ঘোষণা দিয়েছে বন্ধুসভা কাতার। বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের সম্মান রক্ষায় প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের একসাথে কাজ করতে হবে।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় এফসি গ্রিনিশ সিলেট ও মাদারিপুর এফসি। খেলায় এফসি গ্রিনিশ সিলেট বিজয়ী হয়। খেলোয়াড়দের মধ্যে সেরা ছিলেন আদনান আহমদ (এফসি গ্রিনিশ সিলেট), সেরা গোলরক্ষক জর্জ আহমদ এবং সেরা গোলদাতা মোহাম্মদ রবিন (মাদারিপুর এফসি)।
আয়োজনে নেতৃত্ব দেন বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমদ ও সভাপতি বুরহানউদ্দিনসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
মতামত