উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:৪৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় শহরের গ্রীন চীলিস রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল আয়োজিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সজীব আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহত বীর যোদ্ধাদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মিঠুন হোসেন, মোঃ মাসুম, মোঃ আবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম আনম ও মোঃ সামিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করেন।