নার্সদের নিয়ে কটুক্তি করার অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং নার্সিং মহাপরিচালকসহ সকল পদে নার্সের পদায়নের দাবিতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা বিক্ষোভ করেছেন।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, হাসপাতালের নার্সিং কর্মকর্তা কামরুল হাসান, নার্সিং ইনচার্জ রিক্তোন্নেছা প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারজানা আহমেদ, নার্সিং সুপারভাইজার রোজিনা আক্তার, নার্সিং কর্মকর্তা দিপংকর ঘোষ, আল-আমিন, মাজহারুল ইসলাম, জাহিদুল হক, আমিনুল ইসলাম, রাসেল মিয়া, সুমি আক্তার, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর আলমসহ নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা দ্রুত তাদের দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান এবং দাবি আদায় না হলে পরবর্তীতে হাসপাতাল কমপ্লিট শাটডাউনের হুমকি দেন।
মতামত