আর মাত্র তিন সপ্তাহ পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বোয়াল পাড়া পালপাড়ার প্রতিমা কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবারের দুর্গোৎসবকে উৎসবমুখর করে তুলতে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হিন্দু শাস্ত্রমতে, আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ১২ অক্টোবর নবমী পূজা এবং একই দিন বিজয়া দশমী উদযাপন করা হবে। এ বছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন এবং ঘটকে চড়ে ফিরবেন।
সরেজমিনে বোয়াল পাড়ার পালপাড়ায় দেখা গেছে, কারিগররা দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকসহ বিভিন্ন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। কিছু প্রতিমার মূল কাঠামো তৈরি করা হচ্ছে, আবার কিছু প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। পুরুষ কারিগরদের সঙ্গে গৃহবধূরাও সাহায্য করছেন রঙের কাজে। তবে প্রতিমা তৈরির উপকরণ যেমন বাঁশ, কাঠ, খড় ও রঙের দাম বেড়ে যাওয়ায় কারিগরদের লাভ কম হচ্ছে বলে জানান তারা।
পালপাড়ার কারিগর শ্রীকান্ত পাল জানান, এবছর বোয়াল পাড়ায় কয়েকশো প্রতিমা তৈরি হচ্ছে, যা স্থানীয় উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলোতে সরবরাহ করা হবে। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভের আশা খুব বেশি নেই।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল সরকার পলু জানান, তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। এবারের দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হেসেন জানান, প্রতিবারের মতো এবারও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং দুর্গোৎসবকে শান্তিপূর্ণ রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
মতামত